“শিশুতীর্থের খোলা জানালা” স্লোগান নিয়ে আসছে টুইংকেল টিভি।

আচ্ছালামুআলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

প্রিয় পাঠক বৃন্দ আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো শিশুতোশ অনলাইন টিভি চ্যানেল টুইংকেল টিভি। “শিশুতীর্থের খোলা জানালা” স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বাংলা সংস্কৃতির প্রথম শিশুতোষ অনলাইন এই চ্যানেলটি।

image

শিশুদের নিয়ে এই শিশুতোশ চ্যানেলটি শিশু শেখ রাসেল (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র) এর জন্মদিনে অর্থাৎ ১৮ ই অক্টোবর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে। শিশু শেখ রাসেলের জন্মিদন কে মাথায় রেখে শিশুতোশ চ্যানেলটি ঐ দিনে তাদের যাত্রা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। এবং বাস্তবায়নের জন্য ইতোমধ্যে নানা রকম কার্যক্রম পরিচালনা করছে চ্যানেলটির উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

image

চিত্রেঃ বৈশাখের আয়োজনে টুইংকেল টিভি। ছবি সংগৃহীত।

image

চিত্রেঃ বৈশাখের নানা আয়োজনে  টুইংকেল টিভি।
ছবি সংগৃহীত।

শিশুদের মনে এক অভাবনীয় কল্পনার দ্বার বুনে দিয়েছেন টুইংকেল টিভির তিন তরুন উদ্যোক্তা। তাঁরা হলেন তুষার আমিন (চেয়ারম্যান, টুইংকেল টিভি), মাকসুম সৌরভ (ব্যবস্থাপনা পরিচালক, টুইংকেল টিভি), মুঈদ হাসান তড়িৎ (প্রধান নির্বাহী, টুইংকেল টিভি)

টুইংকল টিভি কে ঘিরে দিনরাত স্বপ্ন বুনে যাচ্ছে হাজারো শিশু। নিজের জীবনের প্রথম কর্মজীবন হিসেবেও অনেক শিশু তাদের গতিপথকে টুইংকেল টিভির দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। শিশুদের জীবনের গতিপথই বদলে দেবে টুইংকেল টিভি সাধারনত সেই কথাটিই প্রকাশ পাচ্ছে টুইংকেল টিভির স্লোগানে।

image

টুইংকেল টিভির সাংবাদিকদের সাথে কিছু আলাপচারিতা।

টুইংকেল টিভি তে শিশুরা যে যে পদে জয়েন করতে পারবেঃ
1) Reporter
2) Video Editor
3) Graphics Designer
4) Animator
5) Photographer
6) Script Writer
7) Official Work

টুইংকেল টিভি তে জয়েন হতে আগ্রহী প্রার্থীরা নিচ থেকে ফর্মটি পুরন করতে পারেনঃ

টুইংকেল টিভির আবেদন ফর্ম।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন Mahmudul Hasan Manik