আনলিমিটেড ফ্রি কল করুন যে কোন নাম্বারে। (সম্পুর্ন টিউটোরিয়াল)

image

পোস্টের টাইটেল দেখে এতক্ষনে বুঝতেই পারছেন পোস্ট টা আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজন।

কাজের কথায় আসা যাক।
প্রথমে ফোনের প্লে স্টোর হতে Nanu Free Calls লিখে সার্চ দিন। যে অ্যাপগুলো আসবে সেখান থেকে লোগো দেখে নানু অ্যাপটি ইনস্টল করুন। ওপেন করুন। নিচের চিত্রের মতো দেখতে পাবেন। নেভিগেশন আইকোন এ ক্লিক করে ভাষা ইংরেজি করে দিন।

image

তারপর নিচের চিত্রের মতো আসবে। আপনি Enter your number এর ঘরে আপনার নাম্বার টা বসান 0 বাদে। যেমনঃ 1952886788 তারপর নিচের খালি ঘরে টিক চিহ্ন দিতে ক্লিক করুন তারপর Verify me তে ক্লিক করুন।

image

তারপর আপনার মোবাইলে একটা  ৬ কোডের বার্তা যাবে। সেখান থেকে কোড টি এখানে বসান। তারপর আবার Verify me তে ক্লিক করুন।

image

এবার আপনার প্রোফাইল ঠিক করার পালা। এখানে আপনি মেয়ে হলে lady তে ক্লিক করুন আর পুরুষ হলে Gentleman এ ক্লিক করুন।

image

এরপর নিচের চিত্রের মতো আপনার শিক্ষা জীবন যা তার উপর ক্লিক করুন।

image

এবার দেখুন আপনার What do you do মানে আপনি কি করেন। সেটা সিলেক্ট করুন।

image

এবার দেখুন আপনার বয়স নির্ধারন করার পালা। বয়স সিলেক্ট করুন। তারপর Start Calling বাটনে ক্লিক করুন।

image

দেখুন কিভাবে সিলেক্ট করবেন।

image

Ok বাটনে ক্লিক করার পর নিচের চিত্রের মতো আসবে। এবার কল করুন মনের মতো যত খুশি তত। কিন্তু সর্বোচ্চ ৪০ ক্রডিট পর্যন্ত ব্যাবহার করতে পারবেন। তারপর কি করবেন ভাবছেন। তার ব্যাবস্থা ও আছে। আসুন নিচের দিকে।

image

উপরের চিত্রে দেখুন Recent লেখার পাশে যে আইকোন আছে সেখানে ক্লিক করুন। দেখুন সেটিং আসছে। এবার দেখুন Free Credits অপশন আছে ওখানে ক্লিক করুন।

image

তারপর  দেখুন ফ্রি ক্রেডিট সংগ্রহ করার কত রকম মাধ্যম হাজার হাজার ক্রেডিট সংগ্রহ করা যাবে।

image

আমি 560 ক্রেডিট ওয়ালা টাতে ক্লিক করে নিচের মতো Earn 560 credits বাটনে ক্লিক করে সংগ্রহ করছি। কিন্তু আপনাকে অবশ্যই Offers এর ডিটেলস টা পড়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। তবেই ক্রেডিট পাবেন।

image

তো আর কি বলবো। তাও যদি বুঝতে না পারেন তবে  আমি ফেসবুকে আছি যোগাযোগ করুন Mahmudul Hasan Manik

Leave a comment